মুসলিম হিসেবে আমরা নিশ্চিতভাবে পরকালকেই সবচেয়ে প্রাধান্য ও গুরুত্ব দেই। কিন্তু পার্থিব জীবন যাতে আমাদের জন্য খুব বেশী কষ্টকর না হয়ে সহজ ও কল্যাণকর হয় – সেই ইচ্ছাও মনে ধারণ করি।
.
খুব স্বাভাবিক বিষয় এটি। দ্বীন ইসলাম পার্থিব জীবনকে “বৈরাগ্য” দিয়ে যাপন করতে বলে নি।
.
নিচের দুটি দু’আ লক্ষ্য করুন। একটি কুরআনুল কারীম থেকে; অন্যটি সহীহ হাদীস থেকে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বয়ং এই দু’আগুলো পড়ে মহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করতেন।
.
যথারীতি দু’আর অর্থ, মূলভাব, কাংখিত আবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবার।
.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
.
ভাবার্থঃ “হে আমার রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।”
[সুরা আল-বাক্বারা, আয়াত ২০১]
.
——————
.
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
.
ভাবার্থঃ “হে মহান আল্লাহ তা’আলা! আপনি আমার দ্বীনকে আমার জন্য সঠিক করে দিন – যা আমার সকল কর্মের হিফাযতকারী। আমার পার্থিব জীবনকে সঠিক করে দিন – যেখানে আমার জীবিকা রয়েছে। আমার জন্য আমার পরকালকে পরিশুদ্ধ করে দিন – যা আমার অনন্তকালের গন্তব্যস্থল। প্রত্যেক কল্যাণে আমার জন্য জীবনকে বৃদ্ধি করুন। এবং প্রত্যেক অকল্যাণ থেকে আমার মৃত্যুকে আরামদায়ক করে দিন।”
.
[সহীহ মুসলিমঃ অধ্যায় ৩৫ (কিতাবুয যিকর), হাদীস ৬৫৬৫]
.
সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম
লিখেছেনঃ মুহাম্মাদ জাভেদ কায়সার (রহিমাহুল্লাহ)
প্রসঙ্গঃ উভয় জীবনে সফলতার দু’আ
লিখেছেনঃ মুহাম্মাদ জাভেদ কায়সার (রহিমাহুল্লাহ)
Discussion about this post