কুরআনিক_চিকিৎসা চুল পড়া/ব্রন/ব্রণ আচিলের দাগ দূর
আল্লাহ তায়ালা পবিত্র কুরআন এর সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে বলেন
[17:82] ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎﺀٌ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ۙ ﻭَﻟَﺎ ﻳَﺰِﻳﺪُ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ ﺇِﻟَّﺎ ﺧَﺴَﺎﺭًﺍ
আমি অবতীর্ণ করেছি কুরআন, যা # বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া, কিন্তু তা সীমা লংঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে।
আজ আমরা জানবো কিভাবে কুরআনের আয়াত দ্বারা চুল পড়া ও আচিল/ব্রনের দাগ দূর করা যায়।
- প্রথমে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পুরোটা পড়ব।
- এরপর কয়েকবার দরুদ শরিফ ও আস্তাগফিরুল্লাহ পড়ব।
- এরপর সূরা বাকারার ৭১ নং এর এই [ ﻣُﺴَﻠَّﻤَﺔٌ ﻟَّﺎ ﺷِﻴَﺔَ ﻓِﻴﻬَﺎ ] অংশটুকু ৪১ বার পড়ে আবার দরুদ শরিফ পড়ে যে ওষুধ ব্যবহার করা হয় দাগ দূর করার জন্য তার উপর ফু দিয়ে ব্রন/ আচিলের উপর ওষুধ টা ব্যবহার করতে হবে। এবং চুল এর যে তেল ব্যবহার করা হয় তা ব্যবহার এর পূর্বে একই ভাবে দরুদ পড়ে এই আয়াত পড়ে ফু দিয়ে তেল ব্যবহার করলে ইনশাআল্লাহ উত্তম ফল পাওয়া যাবে।[2:71] [ সূরা আল বাকারা ( ﺍﻟﺒﻘﺮﺓ ), আয়াত: ৭১ َ ﻣُﺴَﻠَّﻤَﺔٌ ﻟَّﺎ ﺷِﻴَﺔَ ﻓِﻴﻬَﺎ উচ্চারণ: মুছাল্লামাতুল লা- শিয়াতা ফী-হা- অর্থ: সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত।কুরআনের একটি হরফে ১০টি নেকি , তাই এই আমল টির মাধ্যমে আমরা অসংখ্য নেকিও অর্জন করতে পারবো ইনশাআল্লাহ অন্যদেরও জানিয়ে তাদের আমল দ্বারা আমরা ও সমপরিমাণ নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বি:দ্র: এই কুরানিক চিকিৎসা কে বলা হয় রুকিয়া।যা অনেকের ই অজানা!
সংগ্রহ,
Discussion about this post