যে ব্যক্তি মনে করে – গণকরা অদৃশ্য জানে না কিন্তু স্রেফ পড়ার জন্যই রাশিফল পড়লে বা এমনি এমনি হাত দেখাতে চাইলে এমন কী বা ক্ষতি হবে, সে ব্যক্তি কুফরি করল না বটে; তবে তার চল্লিশ দিনের সালাত কবুল হবে না।
.
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি কোন ভবিষ্যদ্বক্তার নিকটে যায় এবং তাকে কিছু জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের সালাত কবুল হবেনা।”
[সহীহ মুসলিমঃ হাদীস ২২৩০]
.
এ থেকে বোঝা গেল গণকের কাছে কিছু জিজ্ঞেস করাই পাপ, যদিও তা বিশ্বাস না করা হয়। আর বিশ্বাস করার বিষয়টি তো আরো ভয়াবহ।
.
ইদানীং ফেইসবুকে বেশ কিছু এ্যাপস ব্যবহার করতে দেখা যায় অনেক ভাইবোনকে। “আগামী বছর আমার সবচে’ ভালো বন্ধু হবে কে?”, “আমার চরিত্রের খুঁটিনাটি বিচার করে কোন পেশা আমার জন্য সবচে’ মানানসই হবে?”, “২০১৯ সালে আমার জন্য জীবন দিতে পারবে কোন বন্ধু?”, “এই বছর কোন সম্পর্ক আমার জন্য সুফল বয়ে নিয়ে আসবে?” – ইত্যাদি বিষয়গুলো এ্যাপসের মাধ্যমে জানার চেষ্টা করেন ভাইবোনেরা।
.
আপাতঃ দৃষ্টিতে স্রেফ মজার জন্য সেই এ্যাপস ব্যবহার করেন অনেকে। এ্যাপসের ফলাফলগুলো নিছক মজা করেই শেয়ার করেন অনেকে। কিন্তু একবার কী কেউ ভেবে দেখেছেন এর পরিণতির কথা? যদিও তাঁরা সরাসরি কোন গণকের কাছে যাচ্ছেন না, বিশ্বাসও করছেন না হয়তো। কিন্তু এ্যাপস ব্যবহারের মূল বিষয়টি কিন্তু একবিন্দুতে মিশে যাচ্ছে; আল্লাহু আ’লাম!
.
আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) স্রেফ মজা করার জন্য হলেও এমন ফিতনাহ থেকে আমাদের দুরে রাখুন।
লিখেছেন মুহাম্মাদ জাভেদ কায়সার ( রহিমাহুল্লাহ)
Discussion about this post