প্রশ্ন: রাস্ত-ঘাটে, পার্কে বিভিন্ন জায়গায় ভিক্ষুকরা বসে থাকে। কোন পথচারী তাদের পাশ দিয়ে গেলে তারা সালাম দেয়। লোকজন প্রায়ই সালামের উত্তর না দিয়েই তাদের পাশ কেটে চলে যায়। এতে কি কোন সমস্যা আছে? তাদের সালামের জওয়াব কি ওয়াজিব?
উত্তর: যে ভিক্ষুক ভিক্ষার উদ্দেশ্যে পথচারীর দৃষ্টি আকর্ষণের জন্য সালাম দেয় তার উক্ত সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। কিন্তু যে ভিক্ষার উদ্দেশ্য ছাড়া প্রকৃত অর্থেই সালাম দেয় এবং সালামকে ভিক্ষার মাধ্যম না বানায় তার সালামের জবাব দেওয়া ওয়াজিব। অবশ্য কোন্ উদ্দেশ্যে সালাম দিচ্ছে তা যেহেতু জানা কঠিন তাই সকল ভিক্ষুকের সালামের উত্তর দেওয়াই অধিক সতর্কতা।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৫;ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৭;ফাতাওয়া খানিয়া ৩/৪২৩
সহযোগিতায় : ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহআল ইসলামিয়া ঢাকা
Discussion about this post